সোমবার, ২৭ আগস্ট, ২০১২

অথৈ অন্ধকার

মোঃ নাঈম হোসেন(নয়ন)

-মনেকরো আমি একটা ছোট্ট নৌকোর মাঝি। আর তুমি হলে আমার যাএী। এখন চোখ বন্ধ করো। আমার নৌকো চলছে ধীরে ধীরে। বেশি নড়বেনা কিন্তু, তাহলে টুপ করে পানিতে।

-আচ্ছা

-এখন ভাবো বৃষ্টি হচ্ছে। দুজনেই বৃষ্টিতে ভিজছি। তোমার ভেজা শরীরের দিকে তাকাতে পারছি নাহ। আমি লজ্জা পাচ্ছি, তারপরেও তাকিয়ে আছি। তোমার কাছে যেতে ইচ্ছে করছে। খুব কাছে, যাতে তোমার শরীরের ঘ্রাণ পাই। আমি তোমার কাছে এগিয়
ে যাচ্ছি।

-এই দেখ খবরদার কাছে আসবানা। আমি নৌকা থেকে তোমাকে ফেলে দিব কিন্তু। হি হি হি।

-এই নৌকা দোলাচ্ছ কেন? আমি পড়ে যাব তো। আমি সাতার পারি নাহ। হা হা হা।

-হইছে অনেক হইছে রাখ ফোন রাখো, খালি বদমাইশি চিন্তা হি হি হি। বাই।

রবিবার, ২৬ আগস্ট, ২০১২

গরীবের প্রেম (ফরমালিন মুক্ত)

Md. Sakawat Hossain Munna


অফিস থেকে আসার পথে একটা পেপার স্ট্যান্ড পড়ে। প্রায়ই পেপার,
ম্যাগাজিন কেনা হয় ঐ স্ট্যান্ড থেকে। যে ছেলেটা থেকে কিনি তার
সাথে খাতির হতে বেশিদিন লাগেনি। ছেলেটার নাম সাদেক। নতুন
ম্যাগাজিন আসলে আমাকে সে ফোন করে জানায়।
সেদিন স্ট্যান্ডে ভিড়-টিড় কম। সাদেকের সাথে গল্প জমিয়ে দিলাম।
আমার আবার অভ্যাস খারাপ। কথাটা একটু বেশিই বলি।
“সাদেক তুমি এখানে কয়টা পর পযন্ত পেপার বিক্রি করো?”
“ভাই আমি এখানে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকি। তারপর
আবার দুপুর ৩টা থেকে একটা গার্মেন্টসে কাজ করি। রাত
১২টা পর্যন্ত।”