রবিবার, ২৯ জুলাই, ২০১২

সম্প্রদান কারক


-------মোঃ নাঈম হোসেন (নয়ন)

মাঝে মাঝে অবাক হই যখন ভাবি ভালবাসা বাসির লিস্টে সর্বপ্রথম কার জায়গা যাকে ভালোবাসি সে নাকি আমার বাবা মা।

সম্প্রদান কারকের বেশ জনপ্রিয় একটা উদাহরন হচ্ছে- সৎ পাত্রে কন্যাদান। হয়ত সব বাবা মাই এরকমই ভাবে, কেনই ভাববে না। সব ছেলে মেয়ে যেইভাবে ভালবাসি ভালবাসি বলে বাস্তবতা থেকে একেবারে ভিন্ন কল্পনার রাজ্যে পাংখা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাতে বাবা মা সেই রাজ্যে বাধ্য হয়েই ১৪৪ ধারা জারি করেছে। দেখা যাক আজ এই ১৪৪ ধারা ভাঙ্গা বা কিছুটা শিথিল করা যায় কিনা!!!

-কিরে মোনা তুই গত দুদিন ক্লাসে আসিস নাই কেন?
-আররে আর বলিস না বড় মামা কোথেকে জানি একটা ভেড়া ধড়ে এনেছে।
-ভেড়া!! মানে কী?
-একটা ছেলে বিদেশে থাকে ছুটিতে এসেছে বিয়ে করতে, আর ওম্নি মামা ধরে এনেছে আমার জন্য।
-ছেলেটাতো বিদেশে থাকে তা ঝুলে পড়তে সমস্যা কোথায়?? আর ভেড়া বললি কেন?
-বলে কিনা, সে বিয়ে করে আমাকে এখানে রেখে যাবে, আর প্রতি বছর এসে দেখে যাবে!! মানে প্রতি বছর এসে আমাকে একটা করে ক্যাপসুল খাওয়াবে, শালা ভন্ড, মনে করেছে আমি কিছু বুঝি না।
-ও এই কথা হি হি হি।
-রাফসান আসেনি।
-হ্যা ওইতো লাইব্রেরিতে বসে আছে।

মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১২

ছায়াসঙ্গী



Sinthyaa Yasmin


কলেজ থেকে ফিরছিলাম বান্ধবীদের সাথে। সকাল থেকেই আজ দিন শুরু হয়েছে খুব উল্টা পাল্টা ভাবে। ঘুম থেকে উঠতে দেরী , রেডি হতে দেরী আর সোনায় সোহাগা জুতা জোড়াও খুজে পাচ্ছিলামনা। মার জুতা টা পরে এসেছিলাম সেটাও এখন আমার সাথে বিরোধিতা করল।


পথের মাঝেই ছিঁড়ে গেছে। তাই হাটতে হচ্ছিল একটু খুড়িয়ে খুড়িয়ে। এতো কাছে বাসা যে রিকশাও যেতে চায় না। তবুও ভাবলাম দেখি আজ যায় কিনা। দাড়িয়ে থাকতে থাকতে হঠাৎ দেখলাম ঠিক রাস্তার উল্টা পাশে খুব সুন্দর ১ টা গাড়ির সামনে ১ টি ছেলে দাড়িয়ে আছে আর এদিকে তাকিয়ে মিটিমিটি হাসছে । রাগে গা টা জ্বলে গেলো। হাসির কি দেখছে তাই বুজলাম না। আমিও হঠাৎ আমার স্বভাব বিরুদ্ধ একটা কাজ করে ফেললাম। ওঁই ছেলেটার দিকে তাকিয়ে ১ টা ভেংচি কাটলাম। ছেলেটা মনে হল খুব অবাক হল। মুখ দেখেই বুঝা যাচ্ছিল। খুব মজা লাগলো আমার। মনের আনন্দে রিকশা করা বাদ দিয়ে আবার হাঁটতে শুরু করলাম।

শনিবার, ৭ জুলাই, ২০১২

তোমায় আমি ভালোবাসা জানাবো , সুখের আঙ্গিনায় ।

ঠাশ !!!!! ঠাশ......।

জীবনে এই প্রথম কোন মেয়ের হাতে থাপ্পড় খেয়ে হতবুদ্ধি হয়ে গেল স্বপ্নিল , তাও একটা না । পরপর দুই গালে দুইটা । চোখ গোল গোল করে তাকিয়ে থাকলো অহনার দিকে । প্রায় এক মিনিট লাগলো তার মস্তিষ্ক রিস্টার্ট নিতে । যখন নিলো , তখন প্রায় কেঁদেই দিচ্ছিল । অনেক কষ্টে কান্না থামালেও চোখটা পানিতে ভরে উঠলো । জীবনে সে কখনো মার খায়নি , এমনকি আম্মুর হাতেও । বলতে গেলে এই প্রথম । অহনা তার ছোটবেলার বন্ধু , পাশাপাশি ফ্ল্যাটে থাকে । বলতে গেলে ফোকলা বয়স থেকে একসাথে বেড়ে ওঠা তাদের । একই স্কুল , একই কলেজ , এখন ভর্তির জন্য একই কোচিং সেন্টারে পড়ছে । বন্ধুর বাইরে অহনাকে যেমন কখনো আলাদা করে লক্ষ করেনি , তেমনি অহনাও আলাদাভাবে লক্ষ করেনি তাকে । পড়াশুনার প্রবল চাপে শৈশব আর কৈশোর কখন যে চলে গেছে লক্ষই করেনি । ঠিকঠাক চলছিল সব , মাঝখানে গিট্টু লাগানোর জন্য উদয় হল ফিচলা বুদ্ধির শাহিন ।

রবিবার, ১ জুলাই, ২০১২

ভালোবাসার উক্তি-৪


*সত্যিকারের ভালোবাসা হল অনেকটা প্রেতাত্মার মতো।
 এ নিয়ে সবাই কথা বলে, কিন্তু শুধুমাত্র কয়েকজনই এর 
দেখা পায়।।
-
লা রচেফউকোল্ড

*  হে বর্ষা, এত বেশী ঝরোনা যে 
আমার প্রেয়সী আমার কাছে আসতে না পারে ।
 ও এসে যাওয়ার পর এত মুষলধারায় ঝরো 
যেন ও যেতেই না পারে ।
ভালবাসার জন্য যার পতন হয়,

*সারাজীবনে কখনো ভালো না বেসে থাকার চেয়ে,  
একবার ভালোবেসে তাকে হারানো উত্তম।
-
আগাস্টিন

*আমি তোমাকে অসংখ্য ভাবে ভালবেসেছি,  
অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর 
অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর,  
সর্বদা, সবসময়।

*তোমার প্রেমের বন্যায় বধু হায়
দুই কুল আমার ভাঙ্গিয়া ভাঙ্গিয়া যায় ।
-কাজী নজরুল

*পুরুষ অনে ঠেকে , অনেক ঘা খেয়ে ভালবাসতে শেখে ।
-রবীন্দ্রনাথ

 
*ভালবাসা যা দেয় তার চেয়ে বেশী কেড়ে নেয় ।
-টেনিসন

 
*প্রেম মানুষকে সংযমী , চরিত্রবান ,
 বলবান ,
সাধনার দৃঢ়বান করে , যুবককে 
সংগ্রামশীল ,
মসত্‍ ও গৌরবশীল করে ।
-লুত্‍ফর রমান