রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১১

ভেঙ্গে যাওয়া স্বপ্ন ।

গোলাম মোস্তফা রানা
 আজ ভেঙ্গে গেছে স্বপ্ন
  বদলে গেছে যেন দিন
থেমে গেছে সাপুড়ে ওঝার বীণ
কালনাগিনীর বিষে আজ
ছেয়ে গেছে সমগ্র বাংলার
রাত্রী এবং দিন ।
দুর্নীতি নামক কালনাগিনী 
ছড়িয়ে গেছে সর্বস্তরে ।
এসো আজ সকলে মিলে 
খতম করি নাগিনী গুলোকে
মিশিয়ে ফেলি মাটির সাথে ।
দেশকে আজ নিয়ে চলি
নতুন জাগরনের বাকে  ............ ।


বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১১

যারা কাছে আছে

যারা কাছে আছে
থাক তারা কাছে,
তারা তো পারিবেনা 
জানিতে, তাহাদের চেয়ে ,
কাছে আছো , আছো আমার
হৃদয় খনিতে ------ ।

শনিবার, ৬ আগস্ট, ২০১১

বুধবার, ১১ মে, ২০১১

সপ্নবাজ

                                   স্বপ্নবাজ
আমি স্বপ্নবাজ আমি স্বপ্ন দেখতে ভালবাসি।
স্বপ্ন আছে বলেই আমি বেচে আছি ।
আমি এরই মাঝে বেচে থাকতে চাই ।

বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০১১

স্বপ্ন

জীবণ চলার পথে সবাই অবিরাম স্বপ্ন দেখে চলি
কখনও স্বপ্নগুলো সৎতি হয় 
কখনবা স্বপ্নগুলোকে দিতে হয় বলী ।
জীবন চলার পথে তবু ও স্বপ্ন দেখে চলি
স্পপ্ন যখন ভেঙ্গে যায় হৃদয় ও
যায় ভেঙ্গে………